কৃষ্ণ চূড়া
রোদেলা প্রহরে মধ্য দুপুরে
পথের এক পাশে দাঁড়িয়ে
ঐ লম্বা গাছটির উচ্চ ডালে
কৃষ্ণ চূড়া চোখ জুড়ানো ফুল।
মনোরম দৃশ্যে লাল টুকটুক
ক্লান্তিহীন বিলায় অপরুপ রুপ
শান্ত ছায়ায় বিশ্রামে পথিকের
ভেঙ্গে দেয় আছে যত ভুল।
কৃষ্ণ চূড়ার ফুলের মতো হও
সেরুপ সাজিয়ে সৌন্দর্য ছড়াও
নির্মল হও নিষ্পাপ হও সকলে
মিথ্যা পায়ে পিষে করো নির্মূল।
কল্যাণপুর ঢাকা।
২১ মে ২০২৩
০৭ জ্যৈষ্ঠ ১৪৩০
৩০ শাওয়াল ১৪৪৪