কোন্ দিকে

কোন্ দিকে তোর মনটা ছুটে
কার মনটা তুই নেস রে লুটে
মন কাননে যে ফুল ফোটে
কেনা যায় না টাকা নোটে
মূল্যবান তাই মহা দামি।
ভালোবাসার মাঠ ফেরিয়ে
অন্য কোথাও না ঝিরিয়ে
মনের সাথে মন মিলিয়ে
সাহসে তাই যাও এগিয়ে
তুমি সবার কল্যাণকামী।
এসো প্রেম জয় করতে
ন্যায়ের সাথে লড়তে
অন্যায্য সব তাড়াতে
সতত হৃদয় জাগাতে
হও বিপ্লবী অনুগামী।


কল্যাণপুর, ঢাকা।
১৩ এপ্রিল ২০২৩
৩০ চৈত্র ১৪২৯
২১ রমাদ্বান ১৪৪৪