কলমের শক্তি

কলমের শক্তি থেমে গেলে অজ্ঞের চামচামি
শুরু হয়, অতঃপর সাহেবের গলায় দড়ি!
ভুলভাল বললেও চামচামির কাছে সব ঠিক
সাহেব শুনে হাসিতে হাসিতে খায় গড়াগড়ি।

মিছামিছি কথা শুনে সাহেবের ফুলে গাল
হামকি ধামকি মারলে মোসাহেব ধরে কান।
চিৎকার দিয়ে উঠে কে আছো বাঁচাও জান!
কেনো যেনো সর্বত্রই লেগে যায় গোলমাল!

মোসাহেব চুপি চুপি সাহেবকে বলে শুধু
দেশের রাজা তুমি ছাড়া আর কেউ নয়!
কান্ডজ্ঞানহীন সাহেবের অল্পতে মাথা ঘুরে
প্রখর রৌদ্রের তির্যক তাপের ভর দুপুরে।

এত এত মোসাহেব চামচামিরা এ সমাজে
করে বসবাস এবং যুক্ত সবাই এই কাজে।
ভালো ফলাফলও পায় তারা ঘুরে পিছনে
নয় ছয় করে তারা ইনকামের পথ খুঁজে।

কেউ কেউ কঠোর পরিশ্রমে জীবন চালাতে
সময়ের সঠিক নিয়মে আয় করে বাহুবলে।
চামচামি না করে মূল্যবোধকে প্রাধান্য দিয়ে
সুখের বাগে ফুল ফোটায় আনন্দের হিল্লোলে।

তাই কলম যোদ্ধা কলম থামাবে না কোনো
জোর প্রতিবাদ করে যাবে সব চাটুকারিতার।
পরিচ্ছন্ন একটি সমাজ নির্মাণে ভূমিকা রাখবে
আর গোড়াতেই মোসাহেবিপনা বন্ধ হয় যেনো।

২৩.০৬.২৪