কবিতা ও গান এত শক্তিশালী
প্রতিক্রিয়া দেখা দেয় দ্রুত!
যদিও তাতে কারো নাম নেই
তবুও তারা হয় ধৈয্যচ্যুত!
কাউকে মিন করা উদ্দেশ্য নয়
সত্য প্রকাশ করাই মুখ্য,
সত্যাগ্রহী যারা সুপথ পেতে চায়
তারা যেন হতে পারে যুক্ত।
কেন যে ওপাড়ার লোকজন, না
বুঝে তাদের গায়ে মাখে,
নিজেরাই নিজেদের জানান দেয়
কাদা ছোড়াছুড়ি করে রাগে।
সঠিক জ্ঞানার্জন সত্যবাণী থেকে
এটা বলা কি অপরাধ!
বিষের ক্লেদ তারা ছড়িয়ে দিয়ে
হিংসায় করে আর্তনাদ।
ভালোটা নিবে তা দরদ মননে
রাখবে না সংকীর্ণতা,
উদারতার সুন্দর প্রকাশ ঘটিয়ে
ভরপুর রবে বিশুদ্ধতা।
বিশুদ্ধ চিন্তা পরের হিতে করা কাজ
স্রষ্টার কাছে পছন্দের,
ভালোবাসা দিয়ে বিনয়ী আচরণে
অবসান হবে দ্বন্দ্বের।
লেখক শিল্পী কবি ছড়াকার সুরকার
ন্যায় ইনসাফের পতাকাবাহী,
বিপরীতেও আছে অনেক বিভ্রান্তি
তারা ইবলিসের সঙ্গী সাথী।
কবিতা ও গান এসে মিথ্যার বিরুদ্ধে
বুলেটের মতো হানুকাঘাত,
সত্য সুন্দর তাওহীদ আলোতে পাবে
ঈমানী দীপ্তির মোয়ামেলাত।
০৭.০৭.২০২৪