কবির সম্মান
কবির কাছে কবির সম্মান
নাই যদি রয়,
সঠিক সম্মান কে দিবে তাকে
থাকে এই ভয়।
একজন কবি লেখেন সদা
সত্য আছে যাহা
জীবন যাপনে সেই সত্যটা
মেনে নেবে তাহা।
কবি শুধু কবি তো নয়
সম্মানীয় লোক,
সমাজ নিয়ে ভাবে কেবল
আসে যখন ঝোঁক।
কবি মানে সহজ সরল
কবি মানে বিপ্লবী,
দেশকে ভালোবাসে তারা
থাকে অনুগামী।
কবি মানে সৃজনশীলতা
মেধা অন্বেষণ,
কবির কলম চলতে থাকে
লেখে সারাক্ষণ।
কবির সম্মান কবির কাছে
থাকুক আজীবন,
কেউ যদি খোয়াতে আসে
শক্ত হাতে দমন।
মনসুরাবাদ, ঢাকা।
২৭.১২.২০২১