কবি হবে কবির মতো

কবি হবে কবির মতো উচ্চ মননশীল
কাব্যকথায় সবার সেরা শুভ্র রহমদিল।
এমন কবি চাই মোরা এমন কবি চাই
তার লেখাতে যেন, তাকেই খুঁজে পাই।
কথায় কাজে কবি হবে শুদ্ধ একাকার
পাঠক যেন স্মরণ করে তারে বার বার।
মন মেজাজে হবে, সদা শান্ত সুশীতল
তার পরশে এসে সবাই পাবে মনোবল।

কবি হবে কবির মতো গভীর চিন্তাশীল
কারো প্রতি রবে না সে ভালোবাসাহীন।
ধ্যানে জ্ঞানে মন হবে স্বচ্ছ শশীর মতো
ন্যায় সংগত কাজে রবে অটল অবিরত।
যা লিখিবে তা মানিবে এইতো কবির গুণ
মেশকের ঘ্রাণ ছড়াবে যেন উর্বশী মুনমুন।
তাকে সবে ভালোবাসে সাথে করে প্রেম
সেই কবি মনের ছবি আঁকে কাব্যফ্রেম।

কবি হবে কবির মতোই দৃঢ় আস্থাশীল
মন কাননে উড়ায় সদা কাব্য আবাবিল।
দেশ ও জাতির কল্যাণে, কবি করে কাজ
সদা প্রভুর সন্তোষ লাভে করে নেকের চাষ।
কবির বিশ্বাস আসবেই, সত্যিকারের মরণ
কাব্যকলায় আল্লাহকে করতে হবে স্মরণ।
আল্লাহ তা’লা মন জগতে করেন বসবাস
নমাজ পড়ে কাছাকাছি হতে রাখে বিশ্বাস।

কবি হবে কবির মতো ব্যবহারে অমায়িক
নিরহংকারী বিনয়াবনত সর্বশ্রেষ্ঠ প্রেমিক।
সবাইকে বাসবে ভালো নয় কারো শত্রু
আল্লাদ্রোহী ছাড়া বাকীরা হবে তার মিত্র।
কবির চাওয়া পাওয়া মানবতার কল্যাণে
তারি প্রয়াণে সবাই তাকে রাখবে স্মরণে।
জনম জনম কবি বেঁচে রবে আপন কর্মে
অনাগতকাল থাকবে গেঁথে পাঠকের মর্মে।


২২.০৪.২০২৪