কিংবদন্তী নেতা
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
কিংবদন্তী নেতা এরদোয়ান
একজন খাঁটি মুসলমান
সত্যের পথে নিবেদিত প্রাণ।
মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি
তিনি করেন উপলব্ধি
ভাবেন কীভাবে হবে উন্নতি!
মুশরিকরা তাকে করে ভয়
মুসলমান অকুতোভয়
ন্যায় প্রতিষ্ঠায় থাকে নির্ভয়।
তাঁর প্রতি ভালোবাসা অম্লান
তিনি বিশ্বে অতি মূল্যবান
ছড়িয়ে পড়ে প্রদীপ্ত ঈমান।
এ বিজয় মুসলমানের বিজয়
জাগ্রত জনতার বিজয়
আল্লাহ ছাড়া কাউকে নয় ভয়।
সবার কাছে তিনি নন্দন কানন
দোয়াও করে প্রাণপণ
জানাই আন্তরিক অভিনন্দন।
আল্লাহ হোক সতত সহায়
দমবে না কারো কথায়
বিশ্ববাসী যেন স্বস্তি ফিরে পায়।
মনসুরাবাদ, ঢাকা।
২৮.০৫.২০২৩