খুদের ভাত খেতে গেলাম
দিয়ে ভর্তা ভাজি ডিম,
পরিবেশটা এমন ছিল
ঠান্ডা শীতল হিম।
আকতার ভাই সজীব সরকার
মেজবানিতে পোক্ত,
সতেজ খাবার ভিন্ন স্বাদের
যদিও ছিলো না গোস্ত।
নির্ঝর ছিল আশরাফ ভাই
সঙ্গে ছিল জিয়া,
খুশিতে মন ডগমগ করে
পুলকিত হলো হিয়া।
০৯/১২/২৪