ক্ষত বিক্ষত
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
ক্ষত বিক্ষত দুই হাজার চব্বিশ জুলাই আগস্ট মাস
স্বৈরাচারী সরকার গোলা বারুদ দিয়ে করে সর্বনাশ।
কোটা বাতিলের জন্য করল আন্দোলন ছাত্র সমাজ
আন্দোলন দমনে স্বৈরাচারী মনে করে হিংসা বিরাজ।
সেই হিংসার দাবানল জ্বালালো সারা দেশে বুলেটে
আহত নিহত পঙ্গুত্ব বরণে তারা দিয়েছে বুক পেতে।
সহস্র শহীদ সত্যের মিনারে দিয়েছে মুক্তির দিশা
আলো ভরিয়ে দিয়ে দূর করতে মিথ্যার অমানিশা।
রক্ত নেশায় আসক্ত হয়ে স্বৈরাচার সর্বশক্তি নিয়োগ
ক্ষমতায় টিকে থাকতে যারপরনাই করে সব প্রয়োগ।
তবুও থামে না মুক্তিকামী জনতা অধিকার আদায়ে
তাঁরা শান্ত হতে চায় স্বৈরাচারের সকরুণ বিদায়ে।
অবশেষে ভয়ে ডরে ক্ষমতা থেকে করলো পলায়ণ
আনন্দ উচ্ছ্বাসে উদ্ভাসিত হইলো অগণন জনগণ ।
নতুন বাংলাদেশ গড়তে কর্মতৎপর ঐক্যবদ্ধ জনতা
ইসলাম একমাত্র মুক্তির পথ দিয়ে যায় সুখময় বার্তা।
এই বার্তাই হোক স্বৈরাচারের জন্য চূড়ান্ত পতনোম্মুখ
সারা জনম জনগন যেন পায় স্বাধীনতায় অনন্ত সুখ।
দুঃখ গ্লানি ভুলে সফলতা নিয়ে বিদায় নিচ্ছে চব্বিশ
দেশবাসীর আশা পূরণ করতে কাছে এসেছে পঁচিশ।
স্বাগতম সুস্বাগতম নবাগত আগমন দু 'হাজার পঁচিশ
কোনো স্বৈরাচার ছড়াতে না পারে তার বিষাক্ত বিষ।
মনসুরাবাদ, ঢাকা।
৩১/১২/২০২৪