খিল


কিছু মানুষ বহু রুপি
তুচ্ছ নিয়ে রাগ,
স্বার্থে আঘাত এলে বলে
বন্ধু তুই ভাগ।

বন্ধু ভাবে ভাব যে আমার
তার সাথে খুব গভীর,
আমার কথা রাখবে জানি
বইবে প্রেমের সমীর।

এই সাহসে অটল প্রাণে
বন্ধুত্বের আবদার,
রাখবে বলে খুলতে থাকে
প্রেমের সেই দ্বার।

বন্ধু মানে হাসি খুশির এক
মনের সাথে মিল,
যতই বাধা আসুক না কেন্
নয় কো প্রেমে খিল।

মনসুরাবাদ,ঢাকা।
২৩.১২.২০২১