খেলা নিয়ে মেলা লোক
টিভির সামনে বসে,
কে কয়টা চার ছয় মারে
আলাপ মধুর রসে।
কেউ কেউ লাফিয়ে উঠে
কেউবা দেয় তালি,
খেলা একটু খারাপ হলে
আবার দেয় গালি।
আমরা বলি আঁকতে ছবি
নয়কো হাসাহাসি!
ভালোটাকে ভালো বলি, আর
দেশকে ভালোবাসি।
কল্যাণপুর, ঢাকা।
৩০ অক্টোবর ২০২২
১৪ কার্তিক ১৪২৯
০৩ রবিউস সানি ১৪৪৪