কেমন করে বলবো কবি

কবির স্বভাব চরিত্রে যদি একটুও মিল না থাকে
তাকে কেমন করে বলবো কবি?
শব্দ সাজিয়ে ছন্দের মোহনায় লেখে যায় কবিতা
মূলত সে শয়তানের প্রতিচ্ছবি।

কবিরা উদ্ভ্রান্তের মতো উপত্যকা থেকে উপত্যকায়
ঘুরে ঘুরে মিথ্যাকে উপরে উঠায়,
সঠিক এবং বাস্তবতাকে জীবন থেকে দূরে ঠেলে
সত্যটাকে একদম নিচে নামায়।

এরা কেমন করে কবি হয়, দাবীও করে আবার
অথচ তাদের কথায় কাজে মিল নাই,
কথায় কথায় সংকীর্ণতার পরিচয় দিতে থাকে
মোয়ামেলাতে তেমনি দেখতে পাই!

এরা কবি নয় কবির নামে একটি মুখোস মাত্র
কবি হওয়ার মিথ্যা দাবিদার,
ইতিহাস এদের মুছে ফেলে এবং ভুলেও যায়
কেউই স্মরণ করে না আর!

খারাপ! যে খারাপ!! পোশাকে তা ঢাকা যায় না
আচরণে খারাপই প্রতীয়মান হয়,
কথায় আছে না ‘কয়লা ধুইলে ময়লা যায় না’
নানান কাজে মিলে তার পরিচয়!

একটুখানি লেনাদেনায় আঁচ করা যায় কে কত
মানসিক ভাবে পরিশুদ্ধ?
সামান্য কিছুতেই রেগেমেগে চোখ লাল করে
বোধোয় লেগেছে মহাযুদ্ধ!

তবে তারা নয় যারা কবিতা লেখে ইবাদত হিশেবে
তারা মহান মালিকের অনুগ্রহ প্রাপ্ত,
মনে প্রাণে তারা প্রভুর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে
অন্তর থেকে মুছে দেয় সকল ভ্রান্ত।

যারা সৎ কাজ করে, প্রভুকে বেশি বেশি স্মরণ করে
তারা কোনো খারাপের দলভুক্ত নয়,
জুলুমের শিকার হলেই কেবল প্রতিশোধ নেয় তারা
অন্যথায় হৃদে রাখে আল্লাহর ভয়।
০৭.০৫.২০২৪