কেমন হতে চাই
ঢিলেঢালা পোশাক পরো প্রিয়, ওহে মুমিন মুসলমান,
ত্বক ঘনিষ্ট পোশাক পরিহার করো, আছে যে ঈমান।
আল্লাহকে লজ্জা করো, লজ্জা হলো ঈমানেরই অংশ,
শালীনতায় রক্ষা করো, সকলের মান মর্যাদা ও বংশ।
বিদূষী তুমি সম্মানিত তুমি, তুমি কাননের ফোটা ফুল,
বগলাহারা জীবন যাপনে, কেন করো সব কিছু নির্মূল?
তোমরা হলে ভালোবাসার, অন্যতম সৌন্দর্যের প্রতীক,
তাইতো উচিৎ সবার, এগিয়ে যাবার পথটি ধরা সঠিক।
ঘর থেকে বাহির হবে, ভাবো, কোন্ পোশাক পরবে?
কোন্টি হবে মানানসই, তা দিয়েই সৌন্দর্যটা গড়বে!
মনের সাথে খাব খায় আর, কোন্টিতে খুুশি হবে প্রভু,
অন্য কাউকে খুশি করতে, পোশাক পরবে নাতো কভু।
পরকালে পুরস্কার পাবে, যদি মহামহিম রাজি খুশি হন,
যা ভাবি আর করি তিনিই দেখেন, তোমার আমার মন।
যিনি আমার ঘাড়ের রগের, চেয়েও সবচেয়ে নিকটতর
মনো জগতে গেঁথে রাখো, তিনি নয় কোন কারো পর।
সকাল সন্ধ্যা চলা ফিরায়, ক্রমাগত তাঁকে করো স্মরণ
প্রশান্তিময় আত্মা হোক, না আসিতে তিক্ত সত্য মরণ।
কল্যাণপুর, ঢাকা।
২৮ সফর ১৪৪৪
২৫ সেপ্টেম্বর ২০২২
১০ আশ্বিন ১৪২৯