কাক কথা


ঝাঁকে ঝাঁকে উড়ে কাক
কা কা করে যায়,
ডালে ডালে এসে বসে
কালো পেখম গায়।

পরিবেশ বান্ধব এই কাক
ময়লার স্তুপে বসে,
ময়লা আবর্জনা খেয়ে খেয়ে
বাঁচে মধুর রসে।

বিদ্যুতের তারে দু’পা তুলে
বসে করে কা কা,
অন্য কাকেদের ডেকে বলে
ময়লা খাবার খা খা।

কুৎসিৎ কালো কাকটি নিয়ে
ভাবনার নাই শেষ,
কেউ বা ভাবে কেউ বা বলে
তা অমঙ্গল বিশেষ।

কেউ কেউ যায় বলে যায়
পরিবেশ করে দূষণ,
প্রকৃতিতে ভারসাম্য রক্ষায়
কাকই হলো ভূষণ।

কোনো কাক মারা গেলে
সব কাকেরা এসে,
শোক জানাতে জড়ো হয়
শুধুই ভালোবেসে।

কাকটি সবার আশে পাশে
করে নিত্য বসবাস,
ঘৃণা না দিয়ে ভালোবাসা দাও
হে মনুষ্য সমাজ!

কল্যাণপুর, ঢাকা।
২৮.০৭.২০২২