ভ্রাতৃত্ব ভালোবাসা হৃদয়ে পোষে
সবাইকে কাছে টানতে হবে
তুমি হবে যখন সবার প্রিয় স্বজন
সেও তোমায় ভালোবাসবে।
কোমল ব্যবহার মোলায়েম হবে
সত্যের আহবান জানাবে
কাননে ফুল প্রস্ফুটিত হয় যেভাবে
সেও নিজেকে সাজাবে।
কথায় ও কাজে চরিত্র সৌন্দর্যে
মিলিয়ে যাবে যখন
জানবে বুঝবে তোমার আচরণ
মূল্যায়ণ করবে তখন।
সবাই সবার জন্য এ কথা মনে
রাখতে হবে সচলায়তন
ভাল কাজে ব্যস্ত থাকতে হবে
মন্দটা রবে অচলায়তন।
একতাই শক্তি একতাই বল
মনে রাখা প্রয়োজন
এ আশা পূরণ করতে লাগবে
মজবুত সংগঠন।
নিজেকে বদলালে বদলানো যাবে
ঘুনে ধরা এ সমাজ
এটার জন্য চাই চাই এবং চাই
কাজ আর কাজ।