কাদিয়ানি
শেষ নবীকে মানে না যারা
ঈমান তাদের নেই,
জ্ঞানবানদের ঐক্যমতে
কারো দ্বিমত নেই।
ঈমান মুমিনের মণিহার
পরিপূর্ণ দিশা,
সে ঈমান বাদ দিলে হয়
কুফরিতে নিশা।
এমন একটি মতের নাম
কাদিয়ানি তারা,
দ্বীনি বিধান যতই মানুক
মূলে পথ হারা।
কেউ যদি তাদের ভালোবাসে
সেও কাদিয়ানি,
ঈমান হারা সেও একজন
হোক নামিদামি?
অবিলম্বে আহমদীদের অমুসলিম
ঘোষণা করতে হবে,
ঈমান আক্বীদা বিরোধী কাজ
বুদ্ধি দিয়ে রুখতে হবে।
সংখ্যালঘু হয়ে থাকবে দেশে
মুসলিম পরিচয়ে নয়,
তাদের ধর্মীয় কাজ তারা করবে
এতে কিসের ভয়?
তাদের প্রতি আহবান জানাই
খাঁটি ঈমানের পথে,
ফিরে আসো, দ্রুত ফিরে আসো
মুক্তি মিলিবে তাতে।
দুইটি পথের একটি হলো
শোক্রিয়ার পথ,
যার ইচ্ছা সে বাছাই করুক
কুফরের পথ।
কল্যাণপুর, ঢাকা।
০৫-মার্চ-২০২৩
২০-ফাল্গুন-১৪২৯
১২- শাবান-১৪৪৪