কাঁচা মরিচ
মুহাম্মদ মোজাম্মেল হোসেন

কাঁচা মরিচ রন্ধনশালার অন্যতম সবজি
রসনায় স্বাদ নিয়ে আসে ব্যঞ্জনে সহজি।
সেই মরিচ এখন হাজার ছাড়িয়েছে বলে
কিনতে আসে না ক্রেতা আর দলে দলে।
কাঁচা মরিচ কাঁচা মরিচ তোমার কত দাম!
কতো যে কুড়িয়েছ তুমি নাম ধাম সম্মান।
তুমি বিনা খাদ্য রসিক পায়না কোন মজা
ঝালে স্বাদে মরিচ খেতে হাটে গিয়ে খোঁজা।
দাম শুনে ক্রেতাদের কপালেতে পড়ে ভাঁজ
কত দামে কতটুকু কিনবে মনে আসে লাজ।
কাঁচা মরিচ কুচি কুচি সালাদে দেয়া হয় না
কাঁচা মরিচ না পেলে কেউ কিছু কয় না।
কাঁচা মরিচ কাঁচা মরিচ তুমি সোনার হরিণ
তোমাকে পেতে হলে তবে করতে হবে ঋণ!
ঋণী হবো না মরিচ খাব না এই করি পণ
দাম কমলে সহনীয় মাত্রায় কিনব সেই ক্ষণ।

মনসুরাবাদ বাদ, ঢাকা।
০২.০৭.২০২৩
সমকালীন চিন্তা