হাত পা হারিয়ে হাসপাতালে কাতরায়
স্বৈরাচার তাড়ানো সিপাহসালার,
কারো কারো দু’চোখই হয়েছে বিনাশ
নেমে এসেছে দুখ ব্যথা হাহাকার।

দেশের প্রতি দায় বোধ থেকে তারা
এসেছিলো পিচঢালা রাজপথে,
রক্ত চোষা ডাইনি মিলে সেবাদাসেরা
সহস্র শহীদ করে গুলিরাঘাতে।

নিরস্ত্র আন্দোলনকারীর প্রচন্ড প্রতিরোধে
স্বার্থপরের মতো পালালো দেশ,
অর্থ পাচার আর লুটপাট করতে করতে
দেশ করে গেল একেবারে শেষ।

স্যালুট জানাই ছাত্র জনতাকে শ্রদ্ধা ভরে
আমরা করতে পারিনি যা,
নিজেদের তাজা খুন বিলিয়ে দিয়ে এনেছে
সকলের কাঙ্খিত বিজয়টা।

জগদ্দল পাথর চেপেছিলো বুকের মাঝখান
কষ্টের বিষাদে হলো খানখান,
ডাইনির পলায়নে হাঁপ ছেড়ে হালকা হলো
তব শুকরিয়া হে মহামহীয়ান।

দেশের জন্য যারা জীবন করলো কোরবান
প্রার্থনায় রাখি তাদের নাম,
শহীদী মর্যাদায় অভিষিক্ত করে দান করুন
জান্নাতের সর্বোচ্চ মাক্বাম।

হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন যারা
সুচিকিৎসা তারা যেন পায়,
সবাই মিলে দোয়া করি হে প্রভু মহামহিম
সুস্থ করো তোমার করুণায়।

জুলাই আগষ্টের এ বেদনা মুছতে চাইলেও
তা মুছা যায় না কিছুতেই,
ভেসে আসে মনের আয়নায় সব দৃশ্যাবলী
কষ্ট ব্যথা আসে নিমিষেই!

১৮.০৯.২০২৪