সে কোন্ নাদান হতভাগ্য যার প্রাণ
আপিল করে আদালতে
আলকুরআনের আয়াত চায় পরিবর্তন
নিমকহারাম সে আদতে।
সাহস তার দুঃসাহস কলিজা কাঁপে না
মিয়া কিভাবে কথা কও?
যাঁর নির্দেশ মেনে সব হয়ে যায় দ্রুত
যখন তিনি বলেন হও।
পোড়াকপাল জীবন ভুলভাল হতাশ মন
সহিতে পারে না কুরআন
শিয়া আলেম পথহারা সে পথভ্রান্ত জানে
মানতে পারে না স্রষ্টার ফরমান।
কুরআন হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর
কোথাকার তুমি হে!
কার এত হিম্মত এগুবে করিতে সেই কাজ
আছে কি দেহে প্রাণ তাহে?
কুরআন মুমিনের প্রাণ যদিও ঝরে রক্ত
জিহাদ হলো তার সম্মান
সইবেনা কোনোদিন কোনোকালে মিথ্যাচার
থাকিতে দেহে প্রাণ মুসলমান।
থাম! এবার থাম!! ঈমানহারা দুশমন
আক্বল জ্ঞান নাই কোনো?
কুরআনের বিধান নড়াতে পারে না নড়ে না
মনোযোগ দিয়া শোনো।
ধিক! শত ধিক!! তোমাকে ঘৃণা ও নিন্দা
জ্বলন্ত অঙ্গারে দিয়াছ হাত
দিবসের মত সত্য উজ্জ্বল রশ্মি দীপ্ত প্রভা
আঁধার বানাতে চাও প্রভাত?
পৃথিবীর স্রষ্টা যিনি তোমার স্রষ্টাও তিনি
তিনিই তো পাঠালেন কুরআন
কুরআন যে পড়ে সে অনুপাতে মান্য করে
জগতে সেই তো হয় মহান।