পীর মাশায়েখ আকাবির যদি কথা বলে আল্লাজীর
তবে তাকে মানতে অসুবিধা নেই,
আল্লাহ রাসূল বাদে অন্যের কিস্সা কাহিনী বলে
মানা যাবে না তাকে হোক সে যেই।
ইসলাম নিয়ে যারা করে ভন্ডামী শুভকর নয় আগামী
বোকারা ছাড়া তাদের কেউ মানে না,
ভক্তদের বাড়াতে জ্ঞান শিখায় না তাদের কুরআন
দ্বীন কায়েমের কথাও তাদের বলে না।
নেচে গেয়ে করে জিকির দুন্ইয়া পেতে করে ফিকির
এসব বিদআত কাজের সাথে তুল্য,
শুধু শুধ ুকষ্ট পরিশ্রম করে মনেও সুখ পায় অকাতরে
আল্লাহ রাসূলের কাছে নেই এর মূল্য।
ন্যায় সংগত হবে অনুগত সীমালংঘন কাজে নয় ভক্ত
সত্য ও সুন্দরে রবে মনের আবেগ,
বিদায় হজ্জে নবীজীর উপদেশ রেখে যাচ্ছি দু’টি নির্দেশ
কুরআন সুন্নাহই হবে ভাবাবেগ।
হক্কানী আলেম ওলামারা হলেন সম্মানিত শিক্ষক সমান
আল্লাহর জন্যই তাদের প্রতি ভালোবাসা,
সমাজ ও রাস্ট্র পরিচালনায় তারাই রবে অগ্রণী ভূমিকায়
স্বর্গ সুখ ফিরে আসবে জনগণের প্রত্যাশা।
০৯.০৭.২০২৪