যদি আজান
মুহাম্মদ মোজাম্মেল হোসেন

যদি আজান শোনার পর দেখা যেত
কোন মুসলিম ঘুমে নাই,
যদি জোছনার আলোর মত সবাই হত
মিথ্যা থেকে মুক্তি চাই।
তবে মুসলিম পেত একটি সুন্দর সমাজ
দেশের মানুষ পেত সত্যিকারের রাজ।

যে ঈমান বিপ্লবী সাহসী চেতনায় জাগ্রত
করে সদা প্রভুর সামনে মাথা নত
ঈমান রক্ষা করে শয়তানের ছোবল থেকে
দিয়ে যায় সুখময় জীবনের বারতা

কে আছো বীর বাহাদুর সত্য সমতুল্য
ঈমানের সাথে আমলের আছে মূল্য
সত্যকে মিথ্যার সাথে না মিশিয়ে
আল্লাহর রঙে রাঙিয়ে দূর করো লাজ

২১/১১/২০২৪, বৃহস্পতিবার।