যত বেলা

যত বেলা কত খেলা খেলে যায় খেলোয়াড়
নিতে চায় খেতে চায় বেশি বেশি পেলে আর
মোটাসোটা দেহটি পেটটিও কম নয়
দুর্বল হবে বলে সারা দিন খেতে হয়
মাস শেষে মায়না পেয়ে উপরিও করে আয়
বৈধ কি অবৈধ রাখে না একবারও ভাবনায়!

যখন সাঙ্গ হবে এই বেলা থেমে যাবে সব খেলা
অথচ সারাক্ষণ নিজেকে নিয়ে করেছে অবহেলা
ক্ষণস্থায়ী এই রঙ্গকাল নয়কো দীর্ঘকাল
তবুও লাফালাফি করে সকাল ও বিকাল
ফিরে এলে প্রভু নিবে কাছে টেনে আপন দয়ায়
নিরাপদ রবে পড়বে না আর কোনো দুর্ভাবনায়।

ঐশী বিধানে চলবে যেই জনে তার জন্য আরাম
সাজাবে আলোর পথ রুখবে মন্দ সব আর হারাম
ভয় হবে দূর থাকবে না কোনো চিন্তা
বিশ্বাসী আবরণে যদি গড়ো জীবনটা
সুখে থাকবে দুঃখ মুছবে কাটাবেনা কোন যাতনায়
পরমানন্দে অনুপম ছন্দে রবে সকলে স্নেহ মমতায়।


০৬-নভেম্বর-২০২২
২১-কার্তিক-১৪২৯
১০ রবিউস সানি ১৪৪৪