জিকরুল্লাহি আকবার

পবিত্রতা বাহ্যিক গোপনীয়
থাকতে হবে তোমাতে,
আজানের সুমধুর সুর শুনে
উঠো প্রতি প্রভাতে।

কনকনে শীতে গরম জামাতে
নাজাতের অন্বেষায়,
কোমল ঘুমের স্বপ্ন ভেঙ্গে দিয়ে
খুশিতে ললাট লুটায়।

ক্লেশ ভরা রোদ্দুরে পুড়ে যখন
ছুটে যাবে মাসজিদে,
ঈমানের ছায়ায় আশ্রয় তখন
পাবে সবে সালাতে।

পড়ন্ত বিকেলে ব্যস্ততা রেখে
যত পিছুটান ফেলে,
জামায়াতে শামিল হতে পেরে
আসে প্রশান্তি দীলে।

মাগরিবের আজান সুমিষ্ট সুরে
দোলা দেয় প্রাণে,
আর নয় দেরি, স্রষ্টার খোঁজে
সে দিকে মন টানে।

ওজুর পানিতে দেহের জৌলুস
আর ঔজ্বল্য বাড়াতে,
নিখাদ মনে সকলে মিলে
যোগ দাও সালাতে।

সালাতের পাশাপাশি সব কাজ
হোক পূত পবিত্র,
অশ্লীলতা মন্দ দূরে সরিয়ে
সবার হোক সুচরিত্র।

ভ্রাতৃত্ব ভালোবাসায় মধুমমতায়
ফিরুক আনন্দ আবার,
ছড়িয়ে পড়ুক ভালোবাসার দিগন্তে  
জিকরুল্লাহি আকবার।

কল্যাণপুর, ঢাকা-১২০৭
২৩-০২-২০২২