নিজেকে নিজে জিজ্ঞাসা করো
জন্মের আগে ছিলে কোথায়!
জগৎ মাঝে কে পাঠাল তোমায়!
মুক্তমনে জবাবটা খুঁজতে পারো।
মায়ের কোলে আসলে যখন
তৈরি থাকলো তোমার আহার
দেখে তোমার রুপের বাহার
হাসল সবে কাঁদলে তুমি তখন।
শোর উঠিল রব উঠিল তবে
আযান দিলো তোমার কানে,
এখন তুমি বুঝ না তার মানে!
তুমি রবি হয়ে আসলে ভবে।
এমন জীবন গড়তে তোমার
কঠিন চেষ্টা সাধনা করা চাই,
সেই সাধনায় উপকারী সবাই
হবে জীবন মানের অলংকার।
কর্ম ভালো হবার ফলে তাই
করবে স্মরণ তোমায় সংসার!
খোলা রবে ভালোবাসার দ্বার
অনুপ্রেরণায় থাকবে সর্বদাই।
মরণ কালে হাসবে তুমি ভাই
কাঁদবে সবাই দুঃখ ভারে,
কেউ তোমারে ভুলবেনারে
যেন, ভালো কাজ করে সদাই।
যিনি দিলেন সালাম শান্তি তোমায়
তিনি হলেন মহান আল্লাহ তায়ালা,
রিযিক দাতা জাল্লাজালালাহু জাল্লা
তিনিই পাঠান এই দুনিয়ায় তোমায়।
কল্যাণপুর,ঢাকা।
২৬.১২.২১