জীবন পথে

জীবন পথে চলতে চলতে
আসে শত বাধা,
এরই মাঝে সাহস যোগায়
উঠে অনুরাধা।

জগৎ যেমন চলে তেমন
সব কিছুতে কুয়াশা,
দিকে দিকে কেমন যেন !
লাগে গোলক ধাঁ ধাঁ।

প্রাণ সংহার করে হলেও
সবই তাহার চাই!
চাইতে গিয়ে ভাবে না কিছু
দিলেতে তার কাদা।

এসো ফুলের রঙ্গে রং মাখিয়ে
মনেতে হোক উদয়,
অরুণ কিরণ দেয় ছড়িয়ে
হয় যেন সব সাদা।

ভালোর সাথে থাকলে সদা
ঘ্রাণ বিলাবে সে,
সে ঘ্রাণেতে রোগ সারাবে
নয়নে নয় কাঁদা।

শাদা হয়ে সরিয়ে দাও কাদা
হতে মানবিক,
দৃষ্টি খুলে তৃপ্তি দিবে হায়
আছে সঠিক পথ ফাঁদা।

২৫.০৮.২০২২