ফিলিস্তিনে ঝরছে লহু
শুনতে কি পাও না?
ওদের জন্য একটু কি
কারো মায়া হয় না?
বহমান এই দুঃসময়ে
হও না ওদের বন্ধু,
ভালোবাসা পেয়ে সেথায়
বইবে ধারা ফল্গু।
মায়াবী সেই মুখগুলোকে
ইসরইলী পাষন্ডরা,
মেরেই যাচ্ছে যাচ্ছে মেরে
চুপ কেন বসুন্ধরা?
দেখতে ও শুনতে পাচ্ছো
অসহায়ের আর্তনাদ!
হায়রে বিবেক জাগবি কবে
হলে কি সব সর্বনাশ?
একটি দেশের স্বাধীনতা
গিলে খাচ্ছে পতাকা,
ইসরাইলী নামক শকূনেরা
মারছে বুকে শলাকা!
বিশ্বাসী সব মুসলমান আজ
কেন্ হারাল শক্তিবল?
মুসলিমরাই ছিল বিশ্ব মাঝে
দৃঢ় অনড় মনোবল।
মুসলিম সমাজ জাগ্রত হও
তোমার শক্তি কুরআন,
ইহা হতভাগাদের জন্য নয়
মহান আল্লা’র ফরমান।
তারিক বিন যিয়াদের মতো
এগিয়ে চলো সম্মুখে,
সালাদিন সেজে হুঙ্কার দিয়ে
শত্রুকে ভয় ধরাবে!
ভয় পেয়ে ইসরাইল যেন
লেজ গুটিয়ে পালায়,
যে করেই হোক ফিলিস্তিনে
সব রক্তপাত থামায়।
১৯.০২.২৪