জেল থেকে মুক্ত
মুহাম্মদ মোজাম্মেল হোসেন

জেল থেকে মুক্ত হলো
দ্বীনের সিপাহসালার,
শুকরিয়া জানাই সবাই
আল্লাহ তায়ালার।

বন্ধুরা অপেক্ষায় আছে
শুভেচ্ছা জানাতে,
ফুলের সৌরভ ছড়িয়ে
যাবে সত্যেরালোতে।

কষ্টের সাথে আছে সুখ
সর্বশ্রেষ্ঠ কথা,
সরিয়ে যায় দুঃখ বেদনা
মনের আবিলতা।

০৭.০৫.২০২৩
মধ্যবাড্ডা ঢাকা।