যেই হও
শিক্ষক হও আর প্রফেসর হও
হও না মাওলানা!
চরিত্র যদি সুন্দর না হয় কী লাভ
এ সব কিছু জানা?
ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হও
হও না ব্যারিস্টার!
কী লাভ বলো এসব হয়ে, যদি
না থাকে শিষ্টাচার?
দেশের বড় কর্মকর্তা হও কিংবা
হও না অফিসার!
দেশকে যদি ভালো না বাসো
নয় কী অবিচার?
এমপি মন্ত্রী হও কিংবা প্রধানমন্ত্রী
হও না প্রেসিডেন্ট!
ঐশী বিধানে দেশ না চলে, বলো
কিসের কনফিডেন্ট?
প্রভাবশালী হও অথবা দেশ রক্ষক
হও না জনগণ!
একে অপরে নিখাদ বাসতে ভালো
করো না গণ পণ?
কল্যাণপুর, ঢাকা।
১১.০৮.২০২২