জন্ম থেকে জীবন সবার
চলছে আপন পথে
কেউবা হাসে কেউবা কাঁদে
সুখ দুঃখ সাথে।
সত্য জেনে সঠিক মেনে
গড়ে জীবন যার
অল্পতে খুশী বেশী নয়
ইচ্ছা শুধু তার।
একে একে সবাই যখন
হিসাব করে চলে
সুখের তরী পার করতে
রয় না দুখের তলে।
ক্ষমতা কিংবা শক্তিমত্তা
ইনসাফ ভাবে চালায়
চলতে ফিরতে কাজের মাঝে
পরকাল নিয়া ভাবায়।
পরকালের এ যাত্রা পথে
বিনা বাধায় চলছি
দাও প্রভু দাও ক্ষমা করে
দুহাত তুলে বলছি।
হাশর মীযান পুলসিরাতে
কেবল দয়া চাই
তুমি ছাড়া ক্ষমা করার
আর তো কেউ নাই।