জান্নাতি সুঘ্রাণ

কেমন করে ঘুমিয়ে থাকিস্ অলস শরীরে!
চেয়ে দেখ তোর ভাইয়েরা মার খায় রে!
চেতন তোমার ফিরবে কবে একটু বল্ না!
ঢাকনা দেয়া মুখটি তোমার এবার খোল না!
ক্ষিপ্ত ঘোড়া যেমনি ছোটে তেমনি ছোটো না!
মুক্তিকামী আম জনতা তোকে সঙ্গে পেতে চায়।
হুঙ্কার দিয়ে গর্জে উঠো, পিছপা হবে না!
বীরের জাতি আল্লাহ ছাড়া কাউকে ডরে না!
ভূলুন্ঠিত নবীর ইজ্জত কেমনে তুমি সও রে!
হৃদয়টা একটুও কি ক্ষত বিক্ষত হয় রে!
তাহলে চুপ কেন ভাই, নীরব কেন একটু কও না!
ক্লান্ত পথিক হতাশ চোখে আশা জাগাতে চায়।
তোমার জন্য ঐ নিয়ামত জান্নাতি সুঘ্রাণ!
শহীদ হলে ঐখানেতে তোমার অবস্থান!
আর দেরি নয় বেরিয়ে পড়ো হাঁকো জোরে!
জানিয়ে দাও শত্রুকে বলো আসছি তেড়ে!
একটি পাও সামনের দিকে আর এগোবে না!
বিজয় পেয়ে হারানো হাসি ফিরে পেতে চায়।

কল্যাণপুর, ঢাকা।
১৩.০৬.২০২২