জন্ম দিন
জন্ম দিনে আনন্দ দিয়ে
এনে দিল সুখ,
এ দিন এলে কারো মনে
রয় না কোন দুখ।
বন্ধু বান্ধব কলীগ মিলে
সবাই এসে উইশ্,
জানায় মোরে হাসিমুখে
নিয়ে তবে সুইট্স্ ।
স্মৃতিটুকু স্মরণ রাখতে
হাতে একটি কার্ড,
খুশি মনে প্রেম নিবেদন
আনন্দেরই পার্ট।
মিষ্টি মুখে সবাই হাসে
দিয়ে হাতে তালি,
ছবি তোলার হিড়িক পড়ে
দিনটি মোনালি।