জালিম রাজা
জালিম রাজার রাজ্যে সবাই
পরাধীন থাকে প্রজা!
নূন থেকে চুন খসলেই
কেবলই দেয় সাজা।
সিংহাসনে বসে মশাই
দেয় যে উপদেশ,
এটার বদলে ওটা আরও
শত শত নির্দেশ!
পাইকপিয়াদের প্রশংসাতে
ফুলিয়া ফাঁপিয়া উঠে,
তোষামোদকারীর তোষামোদী
সদা থাকে দু’ঠোঁটে।
প্রজার মুখে প্রশংসা রাজার
শুনতে ভালই লাগে,
প্রশংসাকারী না চাইতেই
দেয় সবার আগে।
যারা করে না তোষামোদ প্রশংসা
সেই দোষে দোষী প্রজা!
কঠোর শাস্তি দিতে তাদের জেলে
পুরিয়ে রাখে সোজা!
এভাবে জালিম রাজার রাজ্য শাসন
চলছে কোনোমতে!
নিরুপায় প্রজারা করে বসবাস
মুখে কুলুপ এঁটে!
কল্যাণপুর, ঢাকা-১২০৭।
১০-মে-২০২২