যাক না ভুলে মোরে
পরের সেবা করতে গিয়ে
সময় হলো পার,
একটুখানি ব্যথায় কেউ
পাশে রয় না আর।
পাড়াপড়শি বলতো সদা
রইব পাশে ভাই,
বিপদ এলে তখন তবে
কাউকে না পাই।
স্বার্থের বেলায় সবাই ডাকে
কাজ ফুরালে ফাঁকি,
এসব লোকের সেবায় বলো
কেমন করে থাকি?
তবু স্বার্থবিহীন আমার সেবা
দিয়ে যাব ভাই,
কারো থেকে সেবার স্বীকৃতি
পাই বা না পাই।
মানবতাকে ভালোবাসা
নয় তো কোন ভুল,
সেবার দ্বারা বাড়বে দ্যাখো
মান মর্যাদা কুল।
সেবা পেয়ে কেউ ভুলে যায়
যাক না ভুলে মোরে,
খুশি মনে বর্ণিল সেবায় যেন
কেউ না থাকে ঘোরে।
কল্যাণপুর, ঢাকা।
৩০.০৫.২০২২