জাগতে হবে হে দেশবাসী
জাগতে হবে হে দেশবাসী
বসে থাকার সময় নাই,
দখল করতে আসছে তেড়ে
তোমার আমার বাড়ি ঘর।
শত্রু-মিত্র চিনতে হবে
ও রে ও দেশের জনগণ
কাঁদে নাকি তোমার মন
দেশের এই ক্রান্তি কালে
জানতে হবে বন্ধু কারা
কে যে তোমার আপন পর।
মীর জাফরেরা ঘাঁটি গেড়ে
দেশ বিরোধী কাজ করে
দেশের অর্থ সম্পদ লুটেপুটে
খায় যে ওরা খায় ওরে
সুখের সমাজ দেখতে হলে
লড়তে হবে ওরে ও শক্তিধর।
ভিনদেশীরা নানা রুপে
মারে তোমায় কথার কোপে
রাখতে চায় তাদের দাসে
তোকে নাহি ভালোবাসে
সবাই মিলে ঐক্য হয়ে
খাটাতে হবে জ্ঞানের জোর।
স্বাধীন নামে তাদের অধীন
বুঝতে হবে নবীন প্রবীন
নানা চুক্তির ফ্রেমে বেঁধে
কষ্টের একটা ছবি এঁকে
বার্তা দিয়ে যায় নিঠুর ভাবে
তুমি থাকো তাদের নির্ভর?
সময় থাকতে বিপ্লবী ভাবনায়
এগিয়ে যেতে হবে স্বচেতনায়
নইলে মাথা উঁচু করে ক্যামনে
দাঁড়াবে আগামী প্রজম্মের সামনে
তারা প্রত্যাশা করে তুমিই পারবে
তাদের পরাভূত করে মাতৃভূমির
জমিন, সত্যের রাহে করবে উর্বর।
২৪.০৬.২০২৪