যা করা দরকার
দুর্দিনে ও সুদিনে, ধৈর্যধারণ করো!
শুকরিয়া আদায়ে, সদা কল্যাণ হয়!
ভালোবাসা বাড়াও, ওহে মুসলমান!
নবীর প্রতি রাখো, হৃদয়ে অনুরাগ!
জাহেলরা করে, নবীকে অপমান?
আমলে অনুগামী, হইবে অবিরাম!
শরীয়ত যা বলে, খাঁটি ভাবে করবে!
জীবনটা সাজাতে, ভালোটাই মানবে!
বিপদ মসিবত, কৃতকর্মের ফল!
নাফরমানি থেকে, তাওবা করে বাঁচো!
গরুর লেজ ধরে, খুশিতে রাখো মন!
দুনিয়া পেতে করো, জিহাদ পরিহার!
লাঞ্চনা আসে তাই, জমিনের উপর!
উঠিয়ে নিবেন না, যদি দীনে না ফেরো!
কল্যাণপুর, ঢাকা।
২২-০৬.২০২২