যা আমার নয়
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
যা আমার নয় বা আমার হবে না
তার জন্য কেন এত ভালোবাসা!
আমি বুঝি না কেন বুঝতে পারছি না
আমি কি হতে পেরেছি ভালোবাসার চাষা?
এত অনুরাগ অভিমান কেন মনে মনে পুষি!
কোন কিছু না পেলে তবু থাকতে হবে খুশি।
যত কিছু পেয়েছি সেই তো আমার
আফসোস নয় প্রেম ছিল শুধুই পাবার।
কেউ যদি দূরে থাকতে চায় থাক
এতে কে হয়, হতে চায় আশ্চর্য নির্বাক!
প্রিয় বস্তু যখন দৃশ্যমান রবে সম্মুখে
তার থেকে থাকতে হবে দূরত্ব রেখে।
সৌরভ সৌন্দর্য মুগ্ধ চোখে রাঙ্গায় আলো
মন থেকে কাছে টানে দিয়ে সব ভালো।
কেউ যদি হারায় কষ্ট জমে বেদনার পাহাড়,
স্থান করে নেয় হৃদয়াভ্যন্তরে মমত্ব বাড়াবার।
কোন্ আকর্ষণে অনুসন্ধানে মন ছুটে যায়,
অনুপম আবরণে অনুভবে কেবলি ভাবায়।
সৌন্দর্য হলো আমানত যদি না হয় খিয়ানত
বিবেক দিয়ে অনুভব করা তা বড় আদালত।
তবুও পিছনে ছুটছি যা আমার পাবার নয়
অনিয়ন্ত্রিত আবেগ নিয়ন্ত্রণে দূর হবে সংশয়।
যে বুঝার বুঝে নিক সে সকল বার্তা
হোক সে দক্ষ ভালোবাসার নির্মাতা।
ক্ষণিকের বেদনা স্থায়ী বেদনা থেকে ভালো
সয়ে সয়ে সাহসী হয়ে সরবে আঁধার কালো।
১৭/০২/২০২৫