মহান আল্লাহ এক, যে বিশ্ব চালক,
সমগ্র সৃজন তাঁর, তিনি লা শিরক।
কুরআন সবাইকে, তাঁর দিকে ডাকে,
এর থেকে দিশা পায়, দয়া করে যাকে।
দিশাহীন প্রাণ যার, সত্য পথ খোঁজে,
পথ পেয়ে যায় যারা, হৃদ দিয়ে বুঝে।
মনে ভয় রাখে তাঁর, সকল কাজে সে,
ভুল যেন নাহি হয়, চেতনে থাকে যে।
অতিবেশী ভাগ্যবান, কলেমাতে নিষ্ঠা,
যতই ডাকুক তারে, ভরে নাতো তৃষ্ণা।
অনুগত ইবাদত, হোক একনিষ্ঠ,
হৃদয়েতে জুড়ে রবে, যত সত্যনিষ্ঠ।
যদি হয় ভুল কোন, আছে ক্ষমা তাতে,
ইখলাস তওবা যে, করে সেই সাথে।
লেখা : ০২.০৭.২০২১