ইফতার
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
ইফতার শেষে মনটা হাসে
হাসে চারিপাশ,
শান্ত শীতল থাকে তখন
বয়ে সুবাতাস।
মাগরিবেতে ছুটছে সবাই
মসজিদেরি পানে,
তৃপ্তি নিয়ে নামাজ পড়তে
স্রষ্টার আহ্বানে।
রোজাদারের খুশির সময়
ইফতার আয়োজনে,
সবাই মিলে ইফতার করে
মুক্ত আলিঙ্গনে
কষ্ট দূর হয় ক্লান্তি থাকে না
পুরষ্কারের আশায়,
ইনশাআল্লাহ তাও মিলিবে
যুক্ত ভালোবাসায়।
মনসুরাবাদ, ঢাকা
১৬/০৩/২০২৫