হৃদিতা
একটি পরি শাল মুড়ে
বসে আছে কেদারায়।
মিষ্টি হাসি রাশি রাশি
লেগে আছে চেহারায়।
মুক্তা মতো দন্ত তাহার
মায়াবী মধুমাখা সুভাষি।
চিকন লম্বা কালো কুন্তল
দেখে তাই ভালোবাসি।
সে যে এক মনোহারিণী
কাছে টানে তাড়াতাড়ি।
মনোজমিন পরশ দিয়ে
সবার নেয় মন কাড়ি।
পেয়েছে অনেক কিছু
দিয়েছে তারে বিধাতা।
হৃদয়ের আলো ছড়ায়
তাই হয়েছে হৃদিতা।
১৬.০১.২০২৪