মানব সেবায় যদি নিজেকে নিয়োজিত রাখতে পারো
দয়াময়ের দয়া পাবে নিরন্তর ও অপরিসীম ভালোবাসা
মানব সমাজ রাখবে তোমায় তাদের অন্তরে সযতনে
সেবা পেয়ে তারা সুখে হাসবে পাবে এক মহাআনন্দ।
জ্ঞান বিতরণ করে সমাজকে করতে হবে কলুষ মুক্ত
মানবহিতৈষী যূথী মাখাদের এ কাজে হতে হবে যুক্ত
ভয় ডর থাকবে না কাজ করাই হবে আসল হিম্মত
হতাশা পায়ে পিষে সাহসী চিত্তে রবে অটল অবিচল।
কুরআনের রঙে রাঙাতে সাধনা করে যাবে অকাতরে
নিঃসঙ্গতা যখন আসবে বিনয়ে দাঁড়াবে প্রভুর সম্মুখে
সিপাহসালার থামে না এবং কখনো পিছনে তাকায় না
দিগন্ত বিস্তৃত তার দৃষ্টি তাতে নেমে আসে মুক্তির বৃষ্টি।
সে তো হবে সাইমুম সিরিজের একজন আহমদ মূসা
তার ব্যস্ততাই হলো বয়ে চলা সতত মানবতার বোঝা
কষ্ট আর কষ্ট ব্যথা আর ব্যথা তার জন্য সেরা উপহার
শত্রু বিপদে পড়লেও তার উপকারে দ্রুত এগিয়ে যায়।
ব্যবধান করে না ঝগড়াও নয় ঐক্যই তার মহান ব্রত
হাতে রেখে হাত করে যায় কাজ সত্যিই অনুপ্রেরণার
মানবিকতা, মননশীলতা ও মূল্যবোধ জাগাতে যতো
পরিকল্পনা চিন্তা ভাবনা সবই বৃহত্তর প্রশান্তির আশায়।
যিনি সব দেখেন কিন্তু দেখা দেন না তাঁরই ভয় শুধু
তিনি মানুষের রব, ইলাহ্ ও সার্বভৌমত্বে সবই তাঁর
তাঁর জন্য প্রাণ হবে সব কুরবান নিখাদ বিশুদ্ধ নিয়তে
শত্রুর বাধা এলেও তবু অটল রবে জিহাদের ময়দানে।
মানুষের প্রয়োজনে মানুষ রবে বিপদ আপদ মসিবতে
দরদ মাখা হৃদে এগিয়ে যাবে সমস্যার সুষ্ঠু সমাধানে
অসহায়ের মুখে হাসি ফুটালে আকাশওয়ালা হয় খুশি
তাঁর খুশি যে পেয়েছে সে তো হয় না কখনো নিম্নমুখী।
২৩.০৫.২০২৪