কূটকৌশলে জনগণকে
ধোকা দেয়া যায়,
এই ধোকাতে ধোকাবাজ
অল্প সুখ পায়।
সাময়িক এ সুখের জন্য
কত কি যে করে?
ওরে ধরে তারে মারে
আর জেলে ভরে।
কষ্ট ব্যথায় আছে যারা
নেয় না তারা খবর,
সময় গড়িয়ে দুর্বল হয়ে
হচ্ছে তাদের কবর।
এমনি হাহাকার সমাজে
সতত বিরাজমান,
নিগৃহীত জনতা বার বার
হয় শুধু অপমান।
মরণের পর প্রভুর সমুখে
দাঁড়াতে হবে প্রিয়,
জীবন থাকতে কাজ করে
সে জন্য প্রস্তুত নিও।
ক্ষমতা অর্থ বিত্ত সেখানে
হবে নাকো তার দাম,
জোর জবর করে যতই
অর্জিত হোক সুনাম।
কেউ হবে না সাহায্যকারী
এখানে অনেক বন্ধু,
চাই না গো বিপদে থাকো
চাই শুধু হও অন্তু।
৩১. ০১.২০২৪