হতাশ হবেন না
বিপদ আপদ মসিবতে যারা ধৈর্য ধরে রয়,
কুরআন হাদীসে কথা গুলো বার বার কয়।
ভয়ভীতি সম্পদহানী অঙ্গহানীতে হয় পরীক্ষা,
বিবেকবানেরা এখান থেকে নেয় সব দীক্ষা।
আল্লাহ যাকে ভালোবাসেন তিঁনি তার আপন,
কষ্ট ব্যথা দুঃখ নিয়ে করেন তিনি দিন যাপন।
মুসলমান দীনি দাওয়াতে উত্তম কথা বলেন,
ভালো কাজ করেন তারা ভালো পথে চলেন।
সফলতা কিবা ব্যর্থতায় আল্লাহকে ভুলেন না,
আল্লাহ সদা সাথে থাকেন তাই হতাশ হন না।
কল্যাণপুর, ঢাকা।
১০.০৮.২০২২