হিসাব নিকাশ
একটি বছর যদি হয় সময়ের এক বই
প্রতিটি মাস হয় এক একটি পাতা
প্রতিটি সপ্তাহ হয় এক একটি প্যারা
প্রতিটি দিন হয় একটি করে পৃষ্ঠা
চব্বিশটি ঘন্টা হয় এক একটি লাইন
প্রতিটি কাজ যদি হয় এভাবে রেকর্ডেড
তাহলে জীবনের হিসাবটি কেমন হবে
একটু ভাবুন কল্পনা করুন শান্ত ভাবে।
একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায়
উপণীত হওয়া আর শেষ পরিণতিতে
যাওয়া, কি হবে ফলাফল এমনবস্থায়?
চোখটি বুঁজে চিন্তা করুণ হায়াত থাকতে
সুস্থতার মূল্য বুঝা যায় অসুস্থ হলে
যৌবনের মূল্য বুঝা যায় বার্ধক্যে এলে
স্বচ্ছলতার মূল্য বুঝা যায় দরিদ্রতায়
অবসরকে মূল্য দিতে হয় ব্যস্ততার আগে
জীবনকে নিয়ে ভাবতে হবে মৃত্যুর আগে।
জীবন ঘড়ি চলছে তড়িঘড়ি টিক টিক
নির্দেশনা দিয়ে যায় যথাযথ ঠিক ঠিক
মানা না মানায় বাড়ে বইয়ের কলেবর
যার যত হায়াৎ সেভাবেই হয় তত বই
তাওহীদ সংস্কৃতিকে বানাই মায়াবী সই
বাঁচার জন্য সবাই সহসা শির্ক মুক্ত হই।
খলিফার মর্যাদা দিয়েছে প্রভু তোমাকে
তাঁর নীতিমালা দিয়ে সাজাবে নিজেকে
সাজাবে পরিবার সমাজ আর্থিক কাঠামো
যে ভুখন্ডে করো বাস সাজাবে সে ভুখন্ড
দ্বীনি হক্ব উচ্চ করবে বাতিলের উপর
সদা সর্বদা আল্লাহর উপর করবে নির্ভর।
ঢাকা-
২৫.০৩.২০২৪