হে পরোয়ারদেগার
নফসের উপর জুলুম করেছি বেশুমার
আমি অপরাধি আমি বড়ো গুনাহগার
ক্ষমা করো দয়াময় প্রভু,
হে পরোয়ারদেগার।
তোমার বিশালতায় আমি এক ক্ষুদ্র
পাপের তুলনায় তোমার দয়া বৃহত্ত্ব
আশায় আশায় দিন যাপি,
হে পরোয়ারদেগার।
'তাওবাতুন্ নাছুহা' যেন করতে পারি
দিও প্রভু একটু তোমার দয়ার বারি
'তাযকিয়ায় নফস' দাও,
হে পরোয়ারদেগার।
তৌফিক দাও প্রভু নিজেকে চেনার
সুপথে চালাও ওগো তোমাকে জানার
চলতে পারি তোমার ভয়ে,
হে পরোয়ারদেগার।
১৮.০৪.২০২৪