হানিফ মুসলিম

যদি হানিফ মুসলিম হতে চাও!
সত্যের সাথে নাম লিখতে চাও!
মহা আজাব থেকে বাঁচতে চাও!
তাওহীদ বিশ্বাসকে মেনে নাও।

আল্লাহকে এক অদ্বিতীয় জানো!
তাঁর বিধানাবলী যথাযথ মানো!
নীচতা হীনতা দূরে ছুঁড়ে মারো!
যা প্রয়োজন তাঁর কাছেই চাও!

যাবতীয় শির্ক বিদআত ছাড়ো!
পাপ পঙ্কিল যত আছে আরো!
ভালো যত বেশি করতে পারো!
মানবতার জন্য হাতটি বাড়াও!

মুসলিম হতে হলে জ্ঞানী হও!
প্রয়োজনে সত্য পথে দৃঢ় রও!
কুরআন হাদীসকে বন্ধু বানাও!
পাপ রাশি যত আছে তাড়াও!

২৯.১২.২০২৩