হালুম হুলুম
দু’মুখো হনুমান যা বলে অনুমান
হাঁচামিছা করে না যাচাই।
কাজে নয় শুদ্ধ মন্দতে আবদ্ধ
করে না কোনো কিছু বাছাই।
যা পায় তাই খায় খোঁজে না উপায়
হালাল হারাম কি না?
আছে যা বাঁদরামি করে শুধু হারামি
সবি জোটে কষ্ট বিনা।
চরিত্রে মোনাফেকি শঠতা দেয় ফাঁকি
নিজেকে ভাবে বুদ্ধিমান।
তার মতো বুদ্ধিহীন নেইকো নিচু হীন
হারায় যত যশ মান।
অন্যায়ে অবগাহন মিথ্যায় করে সাধন
হয় ফুলিয়া কলা গাছ।
হয় অন্যরা নিঃস্ব অপরাধে সে শীর্ষ
মরিতে খোঁজে কচু গাছ।
হায়েনা মনোভাবে অস্ত্রতে হিংস্র ভাবে
মারার জন্য করে তাক ।
কত মায়ের বুক খালি অট্টহাসি হাতে তালি
উপহাসে করে হাঁক
মামারা দেয় সাহস যদি মারতে পারস
হাতে দিলাম বারুদ গুলি।
ওরা যেন না আসে নহে তারা না হাসে
আনবে তাদের মাথার খুলি।
এমনি রাজার কাজ করে যায় আন্দাজ
তিরিক্ষে দেয় কাজের হুকুম।
বোকা মোসাহেবরা না বুঝে তাহারা
ডেকে যায় হালুম হুলুম।
ঢাকা-
০৪.০৬.২০২৪