কাজের কমতি হলে মন হয়ে যায় সংকীর্ণ,
ভালো কাজের বিনিময়ে হতে হয় উত্তীর্ণ।
যথার্থ কাজ না হলে লজ্জা লজ্জা লাগে,
অন্তর জ্বলে, বলে নিজকে জাগাও আগে।
কাউকে কিছু বলতে হলে নিজেকে দেখ,
তারপর পথ চলো আর সর্বাগ্রে সব শেখ।
ঘৃণিত কাজ নিজে না করে অন্যকে বলা,
উত্তম আমলে গড়ে, নিজেও সে পথে চলা।
দাওয়াতি কাজ না হলে মন করে হাহাকার,
রিপোর্টটিও ঠিক মতো দেয়া যায় না আর!
শিক্ষা তো নিতে হবে আগামী দিনের জন্য
আগের তুলনায় পরের দিবস হোক অনন্য।
দায়িত্বশীল যেভাবে চান হোক তা সেভাবে,
যোগ্যতা দেখাতে হবে সমৃদ্ধ মনোভাবে।
দাওয়াতি কাজে মন থাকে সতেজ সজীব,
এ কাজ নবী রাসূলদের অঙ্কুরিত মোটিভ।
দয়াময় দয়া করো সঠিক দায়িত্ব পালনের,
সাথে থেকো হে প্রিয়তম গুণ দিও বিনয়ের।

০৮.০৭.২০২৪