দোয়া
সর্বোত্তম কাজ করার সুযোগ দাও
আর সর্বোত্তম চরিত্রবান বানাও
তুমি ছাড়া আর কেউ তা পারে না।
সকল প্রকার অন্যায় থেকে বাঁচাও
খারাপ চরিত্র থেকে আমাকে ফিরাও
তুমি ছাড়া আর কেউ বাঁচাতে পারে না।
সত্যের পথে অবিচল থাকার শক্তি দাও
বিনিময়ে সময় সম্পদ সব কিছু নাও
তুমি ছাড়া আর কেউ তা পাবে না।
তোমার পথ ই সঠিক পথ জানতে দাও
সেই আলোকে সব কাজ মানতে দাও
তুমি ছাড়া অন্য পথে কেউ যাবে না।
কল্যাণপুর, ঢাকা।
১১ অক্টোবর ২০২২
১৪ রবিউল আউয়াল ১৪৪৪
২৬ আশ্বিন ১৪২৯।