গণতন্ত্র মূলে
মুহাম্মদ মোজাম্মেল হোসেন

গণতন্ত্র মূলে হলো একটি সুষ্ঠু নির্বাচন
নির্বাচন স্বৈরশাসক দিয়েছে নির্বাসন!
অংশগ্রহণ মূলক অবাধ হোক চায় না
অনিয়মে সব কিছু হোক ধরে বায়না।
জনগণ শান্তিতে যদি দিতে পারে ভোট
পরাজয়ের গ্লানিতে পাবে কঠিন চোট!
সেই ভয়ে দুরূ মনে কাঁপে তাদের অন্তর
সঠিক সিদ্ধান্ত নিতে তাই ধীরগতি মন্থর।
ইনসাফ ভোটে যদি গদি করে টলমল
চেহারায় কালি মেখে হারাবে ঝলমল।
অসত্য তথ্য দিয়ে কত আর ঘুম পাড়াবে
সত্য জেগে উঠলে জনতার তাড়া খাবে!
তাই করে গড়িমসি কেমনে ক্ষমতা ছাড়ি
ক্ষমতাটা চলে গেলে থাকতে হবে বাড়ি।
তাই বিরোধীদের পায়ে পরিয়ে ডান্ডাবেড়ি
জেলখানায় ভরিয়ে তার পর নেয় আড়ি।
জনতার কষ্ট হয় হোক দরকার ক্ষমতা
অবিচার করতে কৌশলী বিবেক শূন্যতা।
বলি, অনেক হয়েছে এবার একটু থাম
অন্যায় পথে আর ঝরিওনা গতরের ঘাম।
গণতান্ত্রিক চেতনায় সুষ্ঠু নির্বাচন দাও
ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতাটা বদলাও।
আর হ্যাঁ দ্রব্যমূল্যের দাম রাখ সহনীয়
দেশবাসীর কাছে হও শত ভাগ বরণীয়।
অন্যথায় লাঞ্ছনা এসে গলায় পরাবে বেড়ি
পার পাবে না কিছুতে যত কর আহাজারি?

মনসুরাবাদ ঢাকা,
১২.০৮.২০২৩