বাগিচা ভরা গোলাপ ফুল
গন্ধে তার নেইকো তুল
মন হয়ে যায় তুল তুল
সুবাস বিলায় সে নির্ভুল॥
ফুটন্ত গোলাপ দেখতে পেলে
হিয়ায় অপার শান্তি মেলে
হাত বাড়িয়ে ছুঁইতে গেলে
কাঁটার আঘাত সয় যে দিলে॥
যত কষ্ট তত প্রেম ভালোবাসা
পূরণ হয় মনের আশা
ফুলের ঘ্রাণে দুখ বিনাশা
কিছু প্রেমে নয় জিজ্ঞাসা॥
গোলাপ নিজে নেয় না সুবাস
গড়ে তুলে প্রেমেরাবাস
হোক প্রীতির এমন চাষ
সখ্যতা গড়তে দেয় আশ্বাস॥
বাগ বাগিচায় গোলাপ দুলে
গোলাপ প্রেমিক বাঁধে চুলে
ফুলের পরশে ব্যথা ভুলে
প্রেমাঙ্গনে নেয় যে তুলে॥
লেখা: ২৪-০২-২০২১